logo ১৫ এপ্রিল ২০২৫
জাবিতে নবকুমারের একক চিত্র প্রদর্শনী শুরু রবিবার
জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০০:১৭
image




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রবিবার থেকে শুরু হচ্ছে শিল্পী নবকুমার ভদ্রের একক চিত্র প্রদর্শনী ‘বাদল’। ইংরেজি বিভাগের উদ্যোগে সংশ্লিষ্ট বিভাগের ১০২ নম্বর কক্ষে প্রদর্শিত হবে।



শনিবার বিভাগের সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দীন এ তথ্য জানান।



আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস ও জাবির ইংরেজি বিভাগের সভাপতি তানিয়া শারমিন এটি উদ্বোধন করবেন।  



প্রদর্শনীতে মোট ২১টি চিত্রকর্ম, ২৯টি পেন্সিল স্কেচ এবং টিনের উপর আঁকা ২১টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চিত্র প্রদর্শনীটি চলবে বুধবার পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শিত হবে।



(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)