logo ১৫ এপ্রিল ২০২৫
পাকুন্দিয়ায় বাউবির ১৯ পরীক্ষার্থী বহিষ্কার
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪৪:৩৪
image



পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও ডিগ্রির ১৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 






শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ হাসিনা আক্তার পাকুন্দিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনকালে ওই ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এদের মধ্যে ১৬জন এইচএসসি ও ৩জন ডিগ্রি শিক্ষার্থী।






উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ হাসিনার আক্তার জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়েছে।






(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)