রাত পোহালেই ঢাবি খ-ইউনিটের ভর্তি যুদ্ধ
ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৫৩:৪১
রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা শুরু হবে শুক্রবার সকাল ১০টায়।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন বেশিরভাগ শিক্ষার্থীর।
এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠিন নজরদারি করবে মোবাইল কোর্ট।
‘খ’ ইউনিটের ২ হাজার ২৪১ টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ৩৫ হাজার ৬৬ জন। যেখানে একটি আসনের জন্য লড়বেন প্রায় ১৬ জন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হ্যস্থ অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বদরুন্নেছা মহিলা কলেজ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে হলে মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এরুপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এআর/ঘ.)