logo ১৯ এপ্রিল ২০২৫
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪৩:০৫
image



পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসিকে এই নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।






প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে পাওয়া গোপনীয় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় এসব নির্দেশনা দেয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই নির্দেশনায়।






শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) হেলাল উদ্দিন বলেছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেন এই পদ্ধতিতে নিয়োগ হয়, সেটা নিশ্চিত করেছে মন্ত্রণালয়। তবে কবে নাগাদ এটা শুরু করতে হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি বলে জানান তিনি।












শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকাটাইমসকে বলেন, ‘মঞ্জুরি কমিশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সবার মতামতের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটা হলে উচ্চশিক্ষার জন্য ভালো হবে।’






কবে নাগাদ এই পদ্ধতি চালু হচ্ছে জানতে চাইলে শিক্ষা মন্ত্রী বলেন, ‘এই পদ্ধতি চালুর জন্য আরও বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। তাই হয়ত বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে।’












বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) ফেরদৌস জামান ঢাকাটাইমসকে বলেন, ‘আমি এই নির্দেশনাটা দেখিনি, তবে শুনেছি সব বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে কর্মকর্তা-কর্মচারীদেরকে যেন ঢালাওভাবে নিয়োগ না দিয়ে পরীক্ষা নেয়া হয়। এটা শিক্ষকদের জন্যও প্রযোজ্য কি না সেটা আমার জানা নেই।’






কেবল মৌখিক পরীক্ষার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে প্রায়ই নানা অনিয়মের অভিযোগ উঠে। যোগ্যতার বদলে দলীয় আনুগত্য প্রাধান্য পায় বলে অভিযোগ আছে। সব সরকারের আমলেই এই অভিযোগগুলো জোরালভাবে এসেছে। উচ্চশিক্ষার মান নিশ্চিত করার ক্ষেত্রে যতগুলো প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়, শিক্ষক নিয়োগে মান নিশ্চিত করতে না পারাকে অন্যতম বলে চিহ্নিত করা হয়েছে। নতুন পদ্ধতি চালু হলে যোগ্যদের নিয়োগের পাশাপাশি অনিয়মের অভিযোগ থাকবে না বলে আশা করছে সরকার।






বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘ইদানিং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে। এ অনভিপ্রেত অবস্থার সমাধানকল্পে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে পাওয়া গোয়েন্দা বিভাগের গোপনীয় প্রতিবেদনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দেওয়ার লক্ষ্যে দুটি সুপারিশ করা হয়েছে।’






লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি দ্বিতীয় নির্দেশনা হিসেবে অপরাধে জড়িতদের নিয়োগ ঠেকাতে অন্য সরকারি চাকরির মত বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।






এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেই। এই প্রক্রিয়াকে অস্বচ্ছ বলা যাবে না। তবে সরকার কি চাইছে সেটা নির্দেশনা দেখলে বলা যাবে। তার আগে এ নিয়ে মন্তব্য করতে চাই না।’






ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ডব্লিউবি