দুঃস্থদের সহায়তায় জাহাঙ্গীরনগরে চিকিৎসা তহবিল
জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৩:২৫

দুঃস্থ ছাত্র ও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সহায়তা দিতে একটি তহবিল গঠন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত সাবেকরাও এই তহবিল থেকে সহায়তা পাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
‘উপাচার্য জরুরি চিকিৎসা সহায়তা তহবিল’ নামের এই অর্থ থেকে ইতোমধ্যে প্রাক্তন দুজন শিক্ষার্থীকে ৭৫ হাজার টাকা দেয়াও হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে বড় ধরনের চিকিৎসাজনিত কাজে আর্থিকভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এই বিশেষ তহবিলের জন্য বিশ্ববিদ্যালয় শাখার অগ্রণী ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। এই হিসাবে বর্তমানে প্রায় দেড় লক্ষ টাকা জমা আছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,রেজিস্ট্রার এবং জনসংযোগ অফিসের উপ-পরিচালকের যৌথ সইয়ের মাধ্যমে এই হিসাবটি পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
যে কোন ব্যাংক, বিমা, অফিস, প্রতিষ্ঠান, ট্রাস্ট অথবা যে কোন ব্যক্তি এই তহবিলে অনুদান দিতে পারবেন। সেই সাথে একটি বিকাশ একাউন্টও থাকবে যাতে করে ক্ষুদ্র আর্থিক সহায়তাও খুব সহজেই যে কেউ পাঠাতে পারেন।
জনসংযোগ অফিসের উপ-পরিচালক আহমেদ সুমন ঢাকাটাইমসকে বলেন,‘বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকল সদস্যের বিপদে পাশে দাঁড়ানোর চিন্তা থেকে উপাচার্য ফারজানা ইসলাম সবার সঙ্গে পরামর্শ করে এই তহবিল গঠন করেছেন। এখান থেকে আর্থিকভাবে অস্বচ্ছল সদস্যরা চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাবেন। ফলে সহায়তা দেয়ার জন্য এখন থেকে আর বিশ্ববিদ্যালয়ের রাজস্ব বাজেটে হাত দিতে হবে না ।’
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/বিইউ)