রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিন বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্ব এই অনুষ্ঠানে এবার ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, তিনজনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও একজনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শাম্স-উল ইসলাম।
¯œাতক (সম্মান) এবং ¯œাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিসহ অনুষদে প্রথম স্থান অর্জনের জন্য অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, দর্শন বিভাগে ¯œাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীসহ প্রথম স্থান অর্জনের জন্য ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস শেষ বৃত্তিমূলক (নিয়মিত) পরীক্ষায় প্রথম স্থান অর্জনের জন্য ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়।
(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)