ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবি ছাত্র জখম
শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:২৮:৩৭
ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর নাম ফারহান তানভীর প্রিয়ন্ত। তিনি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার সকালে নগরীর লামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় সাথে থাকা তারই সহপাঠী মাহফুজুর রহমান নাফি জানান, ঈদের ছুটি শেষে বাসা থেকে ভোর পাঁচটার দিকে বাসস্ট্যান্ড হয়ে রিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন তারা। লামাবাজার এলাকায় পৌঁছালে ছুরি হাতে তিনজন লোক এসে প্রিয়ন্তকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে চলে যায়।
পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরহাদ হাওলাদার জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক চিকিৎসা শেষে এখন অনেকাংশেই আশঙ্কামুক্ত। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)