logo ১৯ এপ্রিল ২০২৫
‘অধ্যক্ষরা হবেন একাডেমিক লিডার’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৬:৩৪
image



জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘কলেজ শিক্ষার মানোন্নয়ন এখন আমাদের অগ্রাধিকার। এ ক্ষেত্রে অধ্যক্ষবৃন্দকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। ফাইল স্বাক্ষর আর রুটিন ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, তাদের হতে হবে স্ব-স্ব প্রতিষ্ঠানের একাডেমিক লিডার। শিক্ষা কার্যক্রম মনিটরিংয়ে তাদের অধিকতর দৃষ্টি দিতে হবে। অধ্যক্ষদের নেতৃত্বের ওপরই নির্ভর করবে সার্বিক শিক্ষার উন্নয়ন।’






মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অধ্যক্ষদের নিয়ে প্রথম ব্যাচের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।






জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে ‘শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। দুই হাজার দুই শতাধিক কলেজ অধ্যক্ষ পর্যায়ক্রমে ২২টি ব্যাচে এই কর্মশালায় অংশগ্রহণ  করবেন।






অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক-কর্মকর্তারা।






অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।






(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/জেবি)