‘সুশিক্ষিত কেউ জঙ্গি হয় না’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০৭:২৪
_128877.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘কোনো সন্তানই সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে জন্মগ্রহণ করে না। দুষিত পরিবেশ তাদের বিপথগামী করে। প্রত্যেকটি সন্তান যাতে সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে উঠতে পারে সেক্ষেত্রে মা-বাবার মনোযোগ ও যত্নের কোনো বিকল্প নেই। মনে রাখা দরকার, সুশিক্ষিত সন্তান কখনো সন্ত্রাস বা জঙ্গিবাদের পথে যায় না।’
বৃহস্পতিবার একাডেমিক ভবনের নিচ তলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পোষ্যদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষা সহায়ক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
এ বছর ১২৪ জন পোষ্য, প্রত্যেককে ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা করে সর্বমোট ১৬ লাখ ৪৪ হাজার টাকা দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি)