logo ১৯ এপ্রিল ২০২৫
নোবিপ্রবিতে হাত ভেঙে দিলো দুর্বৃত্তরা
নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৮:২৮
image




নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের ছাত্র মো. জামশেদ উদ্দিনকে পিটিয়ে জখম করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র নামধারী কয়েকজন দুর্বৃত্ত।







বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ নবম ব্যাচের ছাত্র রায়হান মাহমুদ, বায়োটেকনোলজি বিভাগ দশম ব্যাচের ছাত্র সত্যজিৎ ভৌমিক, অ্যাপলাইড কেমিস্ট্রি বিভাগের দশম ব্যাচের রুমনসহ আরো কয়েকজন মিলে এ হামলা করে। বিশ্ববিদ্যালয়ের পার্কের অক্টাগনাল ক্যাফেতে নাস্তা করার সময় জামশেদের উপর তারা। এলোপাথারিভাবে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে জামশেদের মাথা থেঁতলে দেয় তারা। এ সময় অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।



তার সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের ছাত্র তরিকুল ইসলাম শাওনের সাথে ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়।



এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।



(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)