logo ১৫ এপ্রিল ২০২৫
জবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৫:২৪
image



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।






প্রকার অনিয়ম ছাড়াই আজ শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ঢাকার পনেরটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।






বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পরীক্ষার হল পরিদর্শন করে বিকাল সাড়ে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের তীব্র প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যাতে কোনো প্রকার অনিয়ম না ঘটে সেজন্য তল্লাশির মাধ্যমে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়া হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ। খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল শিগগির প্রকাশ করা হবে। 






সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনেক বেশি প্রতিযোগিতা হয়েছে। তার কারণ বিগত বিসিএস পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাড়া বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক মান সম্মত। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ম স্থান অধিকারীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। সেকারণে অভিভাবকদের কাছেও এই বিশ্ববিদ্যালয় অনেক গ্রহণযোগ্য হয়ে উঠেছে।






এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর এবং সহকারী প্রক্টরগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবার খ ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত এবং আইইআর) ৬৭০টি আসনে (মানবিক-৪১৪, বিজ্ঞান- ১৫১, বাণিজ্য ও অন্যান্য-১০৫) বিপরীতে ৩৬,২২৫ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে।






(ঢাকাটাইমস/ ২৩ সেপ্টেম্বর/ ইসরাফিল/ইএস/জেবি)