ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু
ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪৪:০২

প্রচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এই যুদ্ধ শুরু হয়। এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠিন নজরদারি করবে মোবাইল কোর্ট।
‘খ’ ইউনিটের ২,২৪১ আসনের বিপরীতে এবার ৩৪,৬০৬ জন ভর্তিচ্ছু এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশ নিচ্ছেন। যেখানে একটি আসনের জন্য লড়বেন প্রায় ১৬ জন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হ্যস্থ অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বদরুন্নেছা মহিলা কলেজ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে হলে যোগাযোগ করা যায় এরুপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা হবে। ওই পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১০ হাজার ২৪৩ জন।
এছাড়া ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর (শুক্রবার), ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর (শুক্রবার) এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অঙ্কন ১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, ব্যাংকে টাকা জমা দেয়ার তথ্য অনুযায়ী এ বছর সবকটি ইউনিটে আবেদনকারীর সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৪৮৩ জন। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যানসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর)