গার্হস্থ্য অর্থনীতি কলেজে ছাত্র চায় ছাত্রীরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৫১:২৭

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবি তুলেছেন কলেজটির শিক্ষার্থীরা। দুপুরে মধুর ক্যান্টিনে এর শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে সহশিক্ষা কার্যক্রম চালুরও দাবি করেছে।
তাদের অভিযোগ, ভর্তির সময় এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দেখিয়ে ভর্তি করা হয়। অথচ আজিমপুর ছাড়া কলেজটির অন্য সব শাখায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতোই বেতন ও পরীক্ষার ফি আদায় করা হচ্ছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পড়েন কলেজের শিক্ষার্থী সূচিতা। তিনি বলেন, ভর্তির কিছুদিন পরেই বুঝা যায়, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কোনো সম্পৃক্ততা এখানে নেই। অথচ ছাত্রীদের ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তির ফরম পূরণ, ফলাফল প্রকাশ, সনদপত্র প্রদান সবকিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে করা হয়। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে বিষয়গুলো স্পষ্ট না থাকায় ছাত্রীরা বিকল্প কোনো পথ পান না।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরেন তারা। এরমধ্যে আছে, দ্রুতই গার্হস্থ্য অর্থনীতি কলেজের সকল শাখাকে একীভূত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের মর্যাদা দিতে হবে। সব শাখায় সহ-শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। ভর্তি প্রক্রিয়া আগেই শিক্ষার্থীদের কলেজের কার্যক্রম বেতন, ফিস সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে।
ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিবেদক/এমএইচ