রাবিতে পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৯:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব ইনভায়রনমেন্টাল সায়েন্স আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ৯টায় সিনেট ভবনে ‘বোটানিক্যাল পেস্টিসাইডস এন্ড ইনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। পানি সংকট, আর্সেনিক দূষণ ও উদ্ভিদে কীটনাশকের ব্যবহারের মতো বিষয়গুলো আমাদের পরিবেশের ক্ষতি করছে। উপস্থাপিত গবেষণা ফলাফল জলবায়ু পরিবর্তনের উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের খরাপ্রবণ উত্তরাঞ্চলের পরিবেশ, কৃষি, খাদ্য, স্বাস্থ্য, পানি-মাটি-বায়ু দূষণ নিরসণে এবং দুর্যোগ মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখবে।’
এসময় তিনি আরো বলেন, ‘দেশের যেকোন সংকট ও দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। এই সম্মেলন দেশের অগ্রযাত্রাকে আরো একধাপ এগিয়ে দিবে। উত্থাপিত গবেষণাগুলো উত্তর জনপদের সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। সেই সঙ্গে পরিবেশ বিজ্ঞানীদের নতুন জ্ঞান উদ্ভাবনে উৎসাহিত করবে।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাশা’র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের অর্গানাজিং সেক্রেটারি অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সম্মেলনের কনভেনর ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।
সম্মেলনে বোটানিক্যাল পেস্টিসাইড, বায়োএক্টিভ কম্পাউন্ড ও এন্টি মাইক্রোবিয়াল এজেন্টস, এনভায়রনমেন্টাল পলুশন ও ক্লাইমেট চেঞ্জ এবং ইনভাইরনমেন্টাল সাসটেন্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট বিষয়ক ৬টি সেশনে দেশি-বিদেশি দেড় শতাধিক গবেষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)