logo ০৪ এপ্রিল ২০২৫
মাকে মারপিট করে স্কুলছাত্রীকে গণধর্ষণ
কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫১:২১
image




কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার মায়ের কাছ থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই ছাত্রীর মাকে মারধর করে দুষ্কৃতিকারীরা।



এ ঘটনায় রবিবার দুপুরে ধর্ষিতার মা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।



মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে মায়ের সঙ্গে স্কুলছাত্রী দৌলতপুরের গোপালপুর নানার বাড়িতে যাচ্ছিলেন। পথে গোপালপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে শাহীন, মৃত আবুল মন্ডলের ছেলে শিপন ও শহিদুল ইসলামের ছেলে সুজন তাদের গতিরোধ করে। এসময় মাকে মারপিট করে মেয়েকে অপহরণ করে পার্শ্ববতী বাগানে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। এ অবস্থায় ধর্ষিতা জ্ঞান হারালে ধর্ষকরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে ধর্ষিতাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে।



দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির উদ্দিন জানান, ধর্ষিতার মা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।



(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)