logo ০৪ এপ্রিল ২০২৫
বিধবাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৯
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৫৪:২৯
image




নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিধবাকে গণধর্ষণের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার গোলাকান্দাইল নাগেরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।







রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন জানান, নড়াইল জেলার সদর উপজেলার দলজিৎপুর এলাকার এক বিধবা নারীর সঙ্গে গোলাকান্দাইল এলাকার টুটুল হাওলাদারের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত পাঁচদিন আগে টুটুল হাওলাদার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে উপজেলার গোলাকান্দাইল নাগেরবাগ এলাকা নিয়ে এসে রাশি বেগমের বাড়িতে নিয়ে আসে। ওই বাড়ির একটি ঘরে আটকে রেখে চার দিন টুটুল হাওলাদারসহ বেশ কয়েকজন তাকে গণধর্ষণ করে। গত সোমবার রাতে কৌশলে নির্যাতিত ওই নারী পালিয়ে এসে থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ধর্ষিত বিধবা নারীকে বাদী করে একটি মামলা নেন। বিকালে অভিযুক্ত নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।






গ্রেপ্তাররা হলেন- গোলাকান্দাইল নাগেরবাগ এলাকার টুটুল হাওলাদার, রুবেল মিয়া, বাচ্চু শেখ, নুরুজ্জামান, নবাব আলী, মাহবুব মিয়া, রিপন, রবিন ও রাশি বেগম। এদের মধ্যে গণধর্ষণের সহযোগিতা করায় রাশি বেগমকে গ্রেপ্তার করা হয়। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।






(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)