নেত্রকোণায় পোশাককর্মীকে ধর্ষণের চেষ্টা
নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২০:৪৩

নেত্রকোণার সদর উপজেলায় এক পোশাককর্মীকে ধর্ষণের চেষ্টা চালায় কয়েকজন বখাটে। বুধবার রাতে ওই বখাটেদের ধস্তাধস্তিতে তরুণীটি আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠান।
পোশাককর্মী এই নারীর বাড়ি উপজেলার কে গাতী ইউনিয়নে। বৃহস্পতিবার সন্ধ্যায় পোশাককর্মীর স্বজনেরা সাংবাদিকদের জানায়।
যৌন নির্যাতনের চেষ্টার শিকার পোশাক কর্মীর স্বজনেরা জানান, ঢাকার এক পোশাক কারখানায় কর্মরত ওই কর্মী ঈদের ছুটিতে বাড়িতে আসেন। বুধবার রাত ১০টার দিকে শিশু সন্তানকে নিয়ে আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে কয়েক যুবক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তাদের হাতে আহত হন ওই নারী। নারীটির সাথে থাকা শিশুসন্তান ও তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়।
নেত্রকোণাা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতেই ওই নারী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন।
নেত্রকোণা মডেল থানার ওসি (ওদন্ত) শাহানূরে আলম জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)