logo ০৮ এপ্রিল ২০২৫
রাজধানীতে বাসার ভেতর গৃহিনীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৫৬:৩৭
image



রাজধানীর দক্ষিণখানে বাসার ভেতরে ঢুকে ওয়াহিদা আক্তার (৪৮) নামে এক গৃহিনীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কারও নিয়ে পালিয়ে যায় তারা।






বুধবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কাতার প্রবাসীর স্ত্রী।






মৃত নারীর মেয়ে শোভা আক্তার জানান, আনুমানিক রাত ৭টার দিকে ৬ তলায় ফ্ল্যাট খালি আছে বলে দেখতে আসেন দুই যুবক। তখন মা ওই দুই যুবককে বাসা দেখাতে নিয়ে যান ৬ তলায়। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ‍মা।






তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।






ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জ‍ানান, মৃত নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে।






(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/ইএস)