সাভারে নেশার টাকা না দেয়ায় সাবেক স্ত্রীর শরীর এসিড ছুড়ে ঝলসে দিয়েছে হানিফ শেখ নামে এক স্বামী। এ ঘটনায় স্থানীয়রা এসিড নিক্ষেপকারী হানিফকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আটক হানিফ সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঝাউল গ্রামের আবদুল কুদ্দুস শেখের ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ঢাকাটাইমসকে বলেন, রাতে বলিভদ্র বাজারের হাশেম প্লাজার পেছনে এসিড নিক্ষেপের ঘটনা জানতে পারে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে এসিড নিক্ষেপের অপরাধে হানিফকে আটক করে থানায় আনা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, নেশারা টাকা না দেয়ায় হানিফ তার সাবেক স্ত্রীকে পিটিয়ে আহতের পর শরীরে এসিড ঢেলে হত্যার চেষ্টা করে। পরে দ্রুত উদ্ধার করে এসিডদগ্ধ গৃহবধূকে প্রতিবেশীরা প্রথমে স্থানীয় নাগরিক ক্লিনিকে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাগরিক ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম জানান, ওই গৃহবধূর শরীরের ৩০ শতাংশ ঝলসে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
(ঢাকাটাইমস/৩০ আগস্ট/প্রতিনিধি/এলএ)