logo ০৮ এপ্রিল ২০২৫
মায়ের মৃত্যুর কথা বলে প্রতারণা, আটক ৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৬ ১৫:৩১:২৯
image




মায়ের মৃত্যুর কথা বলে বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম।



আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব জানান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।



তিনি জানান, গত সোমবার পঞ্চগড় জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।



অতিরিক্ত কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা  ‘মা মারা গেছে’ এমন সংবেদনশীর এসএমএস পাঠিয়ে মানুষের মনে মায়া ও বিশ^াস সৃষ্টি করে বিকাশের মাধ্যমে টাকা আদায় করত।



গ্রেপ্তারকৃত সাইফুল প্রথমে মোবাইল ফোনে টার্গেট ব্যক্তির কাছে (০১৭৫০-১৫৯৬৫২ থেকে)  ‘মা মারা গেল’ এই মর্মে এসএমএস পাঠায়। তারপর সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ফোন করে তার ঘনিষ্ঠ বন্ধু সেজে তার মায়ের লাশ সৎকার ও আনুষঙ্গিক খরচের জন্য তার কাছে তাৎক্ষণিক টাকা নাই বলে অসহায়তা প্রকাশ করে। পরে তার দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য অনুরোধ করে।



এ চক্রের অন্য সদস্যরা তাকে প্রতারণার কাজে বিকাশের নম্বর দিয়ে সহযোগিতা করত জানিয়ে মনিরুল বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা।



(ঢাকাটাইমস/২৪আগস্ট/এএ/মোআ)