logo ০৮ এপ্রিল ২০২৫
‘নারী উত্ত্যক্তকারী’ পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু
রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
১৬ আগস্ট, ২০১৬ ১৯:৪২:২৪
image




নারী উত্ত্যক্তের অভিযোগে অভিযুক্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওয়ারলেস অপারেটর নজরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাহিনীটি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলমকে এই তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।



গত ১০ আগস্ট নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলামের কাছে দেয়া লিখিত অভিযোগে নগরীর বহরমপুর এলাকার এক নারী লিখেন, নজরুল ইসলাম তাকে ফোনে তাকে উত্ত্যক্ত করছেন। কথা না শুনলে মিথ্যা মামলায় জড়ানোর ভয়ও দেখাচ্ছেন।



ওই নারী ঢাকাটাইমসকে জানান, তার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। গত ১৪ জুলাই এ বিষয়ে রাজপাড়া থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করতে যান। এ সময় থানার ওয়ারলেস অপারেটর নজরুল ইসলাম নিজেকে এসআই পরিচয় দিয়ে তার সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করেন।



ওই নারীর কাছ থেকে নজরুল তখন তার মোবাইল ফোন নম্বর নেন। এরপর থেকেই নজরুল তার দুটি  নম্বর থেকে কল দিয়ে এবং অশালীন এসএমএস পাঠিয়ে তাকে উত্ত্যক্ত করে আসছেন বলে অভিযোগ করেছেন ওই নারী। এরপর রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়।



জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ইফতে খায়ের আলম ঢাকাটাইমসকে জানান, মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ওই নারীকে নিজের কার্যালয়ে ডেকে তার সঙ্গে কথা বলেছেন। দ্রুতই তিনি তদন্ত প্রতিবেদন দেবেন।



অভিযোগকারী ওই নারী ঢাকাটাইমসকে বলেন, গত এক মাস ধরে নজরুল তাকে যেভাবে উত্ত্যক্ত করেছেন তার সবই তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন তিনি। মোবাইলে সংরক্ষিত এসএমএসগুলোও তিনি দেখিয়েছেন।



ওই নারীর অভিযোগ, অভিযোগ দেয়ার পর নজরুল তার বাড়িতে গিয়ে তাকে মামলায় জড়ানোর হুমকিও দিয়েছেন।



যোগাযোগ করা হলে নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।



ঢাকাটাইমস/১৬আগস্ট/ডব্লিউবি