logo ১৫ এপ্রিল ২০২৫
ছাগলে ফসল খাওয়ায় গৃহবধূকে বেধড়ক মারধর
কলাপাড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
০৯ আগস্ট, ২০১৬ ১৮:৩১:১২
image



ছাগলে ফসল খাওয়ার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় তিন সন্তানের মা শেফালী বেগমকে (৪৫) নির্মমভাবে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বাড়ি থেকে প্রায় ৪০০ ফুট দূরে ডেকে নিয়ে দিনে-দুপুরে রাস্তায় ফেলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে তাকে। এমকি এক পর্যায়ে বিবস্ত্র করে তাকে বর্বর নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।






সোমবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামে। তাকে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।






মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের শয্যায় অচেতন অবস্থায় পড়ে আছেন শেফালী বেগম। খাওয়া-দাওয়া নেই। শুধু বমি করছেন।






শেফালী বেগমের স্বামী ছোবাহান গাজী জানান, ছাগলে ফসল খাওয়ার অভিযোগে একই গ্রামের হাইউল হাওলাদার বাড়িতে তাকে ডেকে নিয়ে ওই বাড়ির লোকজন তার স্ত্রীকে এমন মারধর করেছে। তিনি এর বিচার দাবি করেছেন।






চিকিৎসক রেফায়েত হোসেন জানান, এক্স-রে রিপোর্ট পুরোপুরি না দেখে এখন কিছু বলা যাচ্ছে না। তবে শরীরে আঘাতের কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।






কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত এ ঘটনায় তার কাছে কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন।






(ঢাকাটাইমস/০৯আগস্ট/প্রতিনিধি/জেবি)