শাহজালালে ২০ লাখ টাকার বিদেশি সিগারেট আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ আগস্ট, ২০১৬ ১৫:৫০:২৬
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা অধিপ্তরের একটি সূত্র জানায়, শুল্ক গোয়েন্দা আজ দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ৬৮ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করে। এগুলো দুজন যাত্রীর চারটি লাগেজ থেকে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। এগুলো ৩৪০ কার্টনে পাওয়া যায়। যাত্রীরা হলেন মুন্সীগঞ্জের নুর আলম ও ফেনীর আবদুল হালিম। তারা উভয়ে দুবাই থেকে ফ্লাইদুবাই এয়ারলাইন্সের এফ জেড-৫৮৩ এর মাধ্যমে এসেছ। আটক সিগারেট দক্ষিণ কোরিয়ার তৈরি ইজি ব্রান্ডের। পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
(ঢাকাটাইমস/০৯আগস্ট/এএ/জেবি)