logo ১৬ এপ্রিল ২০২৫
অজ্ঞান পার্টির খপ্পরে দেড় লাখ টাকা খোয়া
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ আগস্ট, ২০১৬ ১৮:৩৩:৩৫
image



ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে টাকা তুলে কালশী যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে এক লাখ ৪০ হাজার টাকা খোয়া গেছে এক যুবকের। তার নাম তরিকুল ইসলাম (২২)। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।






তরিকুলের মামা আবদুল মান্নান ঢাকাটাইমসকে বলেন, তরিকুল মিরপুরের একটি পোশাকের ডিজাইনার কোম্পানিতে কাজ করে। বেলা ১১টার দিকে সে পূরবী ডাচ-বাংলা ব্যাংক পল্লবী শাখা থেকে এক লাখ ৪০ হাজার টাকা তুলে জাবালে নূর পরিবহনের একটি বাসে চড়ে অফিসে যাচ্ছিল। পথে তাকে অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে ওই টাকা নিয়ে যায়। পরে ওই বাসের স্টাফরা তাকে আগারগাঁও বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে যায়। এরপর তার পকেটে থাকা মোবাইল থেকে আমাকে খবর দেয়।






তরিকুল ইসলাম পল্লবীর কালশী এলাকায় থাকেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চরমাঠপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।






(ঢাকাটাইমস/০৭আগস্ট/এএ/জেবি)