logo ১৬ এপ্রিল ২০২৫
অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৬ ২০:৩৫:২৬
image



ঢাকা: রাজধানীর মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন এক পুলিশ সদস্য। তার নাম মো. আবুল হোসেন (২৫)। তিনি রাজারবাগ চার নম্বর কোম্পানিতে কনস্টেবল পদে কর্মরত। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।






আবুলের স্বজনদের বরাত দিয়ে আমাদের মেডিকেল প্রতিবেদক জানান, শনিবার বেলা ১১টার দিকে মিরপুর এক নম্বরে বোনের বাসায় বেড়াতে যাচ্ছিলেন আবুল। পথে বাসের মধ্যে তাকে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু খাওয়ায়ে অচেতন করে। পরে তার পকেটে থাকা পরিচয়পত্র দেখে তার স্বজনদের খবর দেয় স্থানীয় লোকজন। এরপর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাতটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।






ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।






(ঢাকাটাইমস/০৬আগস্ট/এএ/জেবি)