logo ১৭ এপ্রিল ২০২৫
মরিচের গুঁড়া ছিটিয়ে দিনদুপুরে ডাকাতি
বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
০৫ আগস্ট, ২০১৬ ১৬:০৪:১৫
image




বাগেরহাট: বাগেরহাট শহরে এক প্রবাসীর স্ত্রী ও গৃহপরিচারিকার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।



শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের সরুই এলাকায় এই ঘটনা ঘটে। প্রবাসী সৈয়দ নওরোজের স্ত্রী খাদিজা বেবী ও তার গৃহপরিচারিকা নাসরিন বেগমকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



খাদিজা বেবীর ছেলে সৈয়দ মোকাররম হোসেন ঢাকাটাইমসকে বলেন, শুক্রবার দুপুরে আমি ও আমার সৌদিপ্রবাসী বাবা সৈয়দ নওরোজ বাড়ি থেকে বেরিয়ে জুমার নামাজ আদায় করতে বাড়ির পাশে নুর মসজিদে যাই। পুরুষ মানুষ না থাকার সুযোগে অজ্ঞাত ৩-৪ জন দুর্বৃত্ত আমাদের বাড়ির দোতলায় উঠে দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে আমার মা ও গৃহপরিচারিকার চোখে হঠাৎ করে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এসময় মা ও পরিচারিকার চোখে জ¦ালাপোড়া শুরু হলে তারা বাথরুমে ঢুকে চোখে পানি দিতে থাকেন। দুর্বৃত্তরা এসময় ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা নামাজ শেষে বাড়ি ফিরে ঘটনা শুনে মা ও গৃহপরিচারিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। নগদ কত টাকা ও স্বর্ণালঙ্কার কি পরিমাণ লুট হয়েছে তা জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তিনি বলতে পারেননি।



বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিরাজুল করিম এই প্রতিবেদককে বলেন, হাসপাতালে ভর্তি আহত দুই নারীর চোখে বিষাক্ত মরিচের গুঁড়া দেয়া হয়েছে। তাদের চোখ ভালো করে পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। তবে এখনো তাদের চোখে জ¦ালাপোড়া করছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।



বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারের চেষ্টায় পুলিশ অভিযান শুরু করেছে। আহতরা সুস্থ হলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে ওই দুর্বৃত্তদের শনাক্ত করা সহজ হবে।



(ঢাকাটাইমস/৫আগস্ট/প্রতিনিধি/এলএ)