logo ১৯ এপ্রিল ২০২৫
খিলগাঁওয়ে নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুলাই, ২০১৬ ১১:৩২:২২
image



ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও চারজন।






মঙ্গলবার রাত দেড়টার দিকে খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড় এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে।






নিহত আব্দুস সাত্তার খিলগাঁওয়ের নাসিরাবাদের আক্কেল আলীর ছেলে। আহতদের মধ্যে মোহাম্মদ ইকবাল (৪২) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এছাড়া আলমগীর হোসেন (৩২), আবদুস সাত্তার (৪০) ও কামাল (৪২) নামের বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।






খিলগাঁও থানার ওসি মাইনুল ইসলাম জানান, বালুমাঠে একটি প্রকল্পের বালু ভরাটের কাজ চলছে। মাঠের এক পাশে ঘর তুলে নিরাপত্তাকর্মীরা থাকেন। সেখানেই রাতে হামলার ঘটনা ঘটে। 






তিনি জানান, এ ঘটনায় কারা জড়িত এ ব্যাপারে তদন্ত চলছে। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।






(ঢাকাটাইমস/২৭জুলাই/জেবি)