logo ১৯ এপ্রিল ২০২৫
ইডেনের পাঁচ ছাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৫ জুলাই, ২০১৬ ১২:৩৯:৩০
image




ঢাকা: ইসলামী ছাত্রী সংস্থা,  শিবির সংশ্লিষ্টতা ও জঙ্গি নেটওয়ার্কের তথ্য পেয়ে রাজধানীর ইডেন মহিলা কলেজের হোস্টেলের কয়েকটি রুমে অভিযান চালায় পুলিশ। শনি ও রবিবার  দুই দিনে পুলিশ ও শিক্ষক প্রতিনিধিরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। এর মধ্যে শনিবার দুইজন ও রবিবার তিন জনসহ মোট মোট পাঁচ ছাত্রীকে আটক করা হয়।  



ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও ইডেন কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।



সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ অভিযানে নারী পুলিশের একটি প্রশিক্ষিত টিমকে কাজে লাগানো হয়েছে।



অভিযান সংশ্লিষ্ট এক নারী পুলিশ কর্মকর্তা জানান, গত দুইদিন হোস্টেলের কয়েকটি রুমের তালিকা হাতে নিয়ে তারা অভিযানে নামেন। তাদের কাছে অন্তত ১৫ জনের নাম রয়েছে। এদের মধ্যে পাঁচজনের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটক ছাত্রীদের কাছ থেকে ‘জিহাদি’ বই-পুস্তকও উদ্ধার করা হয়েছে।



লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, ‘নারী জঙ্গিদের একটি গ্রুপ ইডেন কলেজের ছাত্রী নিবাসে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এদের সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে’।



ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জি ঢাকাটাইমসকে বলেন, ‘পুলিশ বলছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু আটক বা গ্রেপ্তারের বিষয়ে এখনও তারা কিছু বলেনি’।



তিনি আরও জানান, ‘শনিবার রাতে কলেজের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কলেজ সুপারসহ কয়েকজন শিক্ষক তল্লাশি চালান। সেখানে অনেক ‘জিহাদি’ বই পাওয়া যায়। সেখান থেকে প্রথমে দুইজনকে আটক করা হয়। রবিবার দুপুরে আবারও দ্বিতীয় দফা অভিযান চালানো হলে অনেক ‘জিহাদি’ বই জব্দ করা হয়। এদিন আরও তিনজনকে আটক করে পুলিশ।



(ঢাকাটাইমস/২৫জুলাই/এএ/জেডএ)