logo ১৯ এপ্রিল ২০২৫
ঢাকায় বোমা-চাপাতিসহ শিবির সভাপতি-সম্পাদক আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুলাই, ২০১৬ ১৩:০৩:৪৪
image



ঢাকা: রাজধানী খিলগাঁওয়ে শিবিরের একটি ডেরায় অভিযান চালিয়ে থানা শিবিরের সভাপতি ও সম্পাদকসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাতটি বোমা ও চারটি চাপাতি উদ্ধার করা হয়েছে।বিশেষ করে রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর পুলিশ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।






এরই অংশ হিসাবে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে ৭৩৩/এ নম্বর খিলগাঁওয়ে শিবিরের একটি ডেরায় এই অভিযান চালানো হয়।সকালে সেখান থেকে ২০ জনকে আটক করা হয়।এরা হচ্ছেন- থিলগাঁও থানা ছাত্র শিবিরের সভাপতি মোতাহের হোসেন (২৭), সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়া আটক অন্যরা হচ্ছেন- মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন (২২), কাওসার আহমেদ, আলাউদ্দিন খলিফা, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন, ইসমাইল হোসেন (২৯), সাইফুল্লাহ, আবসার আলী, মনিরুল ইসলাম, রোমান মোল্লাহ, সুমন মিয়া, হাবিবুর রহমান, কামরুজ্জামান, রাসেল রানা, শাহ আলম ও মনির হোসেন।






মঙ্গলবার ভোরে তাদেরকে আটক করে খিলগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম জানান, এদের বিরুদ্ধে মামলা হবে এবং আগামীকাল বুধবার তাদেরকে থানায় সোপর্দ করা হবে ।





ওসি ঢাকাটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও এর একটি মেসে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে। এর মধ্যে শিবিরের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন।






এসময় তাদের হেফাজত থেকে সাতটি ককটেল, ৪টি চাপাতি, ৭টি কম্পিউটার ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।









(ঢাকাটাইমস/১৯জুলাই/এমএম/এএ/এআর/ ঘ.)