logo ১৯ এপ্রিল ২০২৫
সীতাকুণ্ডে যুবলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
বোয়ালখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
১৭ জুলাই, ২০১৬ ১৩:২৩:৫১
image




বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এক নারী।



অভিযুক্ত সাইদুল সীতাকু- উপজেলার ২ নং বারৈয়া ঢালার আবদুল মোতালেবের পুত্র। অন্যরা হলেন- মিরশরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুরের এমরান হোসেন জনি, একই উপজেলার ১৪ নং হাইদকান্দির মো. টিপু, সীতাকু- উপজেলার ২ নং বারৈয়াডালার রুবেল ও সোহাগ।



শনিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে তিনি এ মামলা করেন।



ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো ইনভেশটিগেশন (পিবিআই)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।



এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অলক দাশ।



মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত ড্রাইভার সোহাগের সিএনজি অটোরিকশায় শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী ওই নারী। সোহাগ তাকে গন্তব্যে না নিয়ে জোরপূর্বক যুবলীগ নেতা সাইদুল ইসলামের অফিসে নিয়ে যায়। সেখানে সাইদুল, রনি, টিপু, রুবেল ও সোহাগ তাকে সারারাত পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ভোরে তাকে সিএনজি করে তার শ্বশুর বাড়ির পাশে ফেলে দিয়ে চলে যায় আসামিরা।



এরপর তার স্বামীসহ স্থানীয়রা মামলা দায়েরের জন্য থানায় গেলে পুলিশ আসামিদের বিরুদ্ধে মামলা না নেওয়ায় আদালতে মামলা করেন তিনি।



পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মীরসরাইয়ের রুবেল হত্যামামলা, সীতাকু-ের বাবু হত্যামামলা, রবিউল হোসেন হত্যামামলা, যুক্তিযোদ্ধা আলী আকবর হত্যা চেষ্টা মামলা, যুবলীগ নেতা হারুনুর রশিদ হত্যা চেষ্টা মামলাসহ ডাকাতি ও ধর্ষণের অভিযোগে এই যুবলীগ নেতা সাইদুলের বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে।



অভিযুক্ত টিপুর বিরুদ্ধেও সীতাকু- ও মীরসরাইয়ে খুন, ডাকাতি, ধর্ষণের একাধিক মামলা রয়েছে।



এ প্রসঙ্গে সীতাকু- থানার অফিসার ইনচার্জ কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।



(ঢাকাটাইমস/১৭ জুলাই/প্রতিনিধি/এলএ)