পুরান ঢাকায় দুই নারীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুলাই, ২০১৬ ১৭:৩১:১৮

ঢাকা: পুরান ঢাকার চকবাজার থানার ইসলামবাগ এলাকায় একটি বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাশুড়ি ও তার নাতনিকে হত্যা হত্যা করেছেন জীবন নামের এক ব্যক্তি। নিহতরা হলেন- রাশেদা বেগম (৬০) ও তার নাতনি বন্যা (২২)। আজ সোমবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।
নিহত বন্যার স্বামী মো. সোহাগ ঢাকাটাইমসকে বলেন, আজ সোমবার বিকালে আমার খালু-শ্বশুর জীবন বাসায় ঢুকে আমার নানি-শাশুড়ি রাশেদা বেগম, খালা- শাশুড়ি সীমা ও আমার স্ত্রী বন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে নানি-শাশুড়ি রাশেদা বেগমের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সীমা ও বন্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বন্যাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা ইসলামবাগের ইসাহাকের বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
বন্যার স্বামী আরও বলেন, কিছুদিন আগে জীবনের স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। পরে জীবন তার ছেলে-মেয়েকে নিজের কাছে নিতে চান। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত রাশেদা বেগমকে ছেলে-মেয়ে লালন পালনের রায় দেন। পরে আজ দুপুরে জীবন বাসায় এসে ছেলে-মেয়েকে নেয়ার জন্য পুনরায় রাশেদা বেগমকে চাপ দেন। এতে তিনি অস্বীকার করলে জীবন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপাতে থাকেন।
ঘটনার সত্যতা স্বীকার করে চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীমুর রশীদ তালুকদার ঢাকাটাইমসকে বলেন, ঘাতক জীবনকে খুঁজছে পুলিশ।
(ঢাকাটাইমস/০৪জুলাই/এএ/জেবি)