logo ২০ এপ্রিল ২০২৫
শিকলে বেঁধে নির্যাতন! স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুন, ২০১৬ ১২:২৩:১৭
image



ঢাকা: শিকলে বেঁধে স্ত্রী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে রাজধানীর মোহাম্মদপুরে। গত শুক্রবার সুমাইয়া নামের গৃহবধুর এই নির্যাতন চলে। স্বামী ইউনুছ আলী পলাতক। গৃহবধুকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।






সুমাইয়ার বোন আয়েশা জানান, বিয়ের পর থেকে তাঁর বোনকে প্রায়ই নির্যাতন করতো ইউনুছ আলী। এ নিয়ে পারিবারিকভাবে অনেক দেনদরবারও হয়েছে। কিন্তু ইউনুছ আলীকে নিবৃত্ত করা যায়নি। গত শুক্রবার ইউনুছের নির্যাতনের সীমা অতিক্রম করে।



জানা যায়, তিন বছর আগে ইউনুছ আলীর সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। দুজনের সম্মতিতেই তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর সুমাইয়া বুঝতে পারেন তাঁর স্বামী মাদকাসক্ত।






সুমাইয়ার বোন আয়েশা এই প্রতিবেদককে বলেন, ‘ইউনুছ সুমাইয়াকে প্রায়ই মারধর করতো। গত শুক্রবার রুটি বানানো নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ইউনুছ এক পর্যায়ে সুমাইয়াকে মারধর শুরু করে এবং এক পর্যায়ে সুমাইয়াকে শিকল দিয়ে ঘরে মধ্যে বেঁেধ রাখে। দীর্ঘ সময় ধরে চলে সুমাইয়ার ওপর নির্যাতন। পরে রাতে সুমাইয়াকে ঐ অবস্থায় রেখে ইউনুছ ঘুমিয়ে পড়ে। এ অবস্থায় সুমাইয়া কৌশলে শেকলের চাবি নিয়ে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। পরে বাসা থেকে পালিয়ে আমার বাসায় চলে আসে।আয়েশা জানান, পরে সুমাইয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আমি বুধবার ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’



সুমাইয়া ও তার স্বামী মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের চন্দ্রিমা হাউজিংয়ের ২ নম্বর লতিফা বেগম টিনসেট বাড়িতে ভাড়া থাকে।



জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর ঢাকাটাইমসকে বলেন, ঘটনা শোনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। মেয়েটির স্বামী পলাতক রয়েছে। আহত অবস্থায় সুমাইয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।



(ঢাকাটাইমস/৩০জুন/এএ/ এআর / ঘ.)