logo ২০ এপ্রিল ২০২৫
যুবককে অপহরণ, ৯০ হাজার টাকা মুক্তিপণ আদায়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুন, ২০১৬ ২২:৩৭:২৮
image



ঢাকা: রাজধানীর কমলাপুর এলাকা থেকে মো. শাহীন খাঁন (২৫) নামে এক যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। অপহরণকারীরা ৯০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে সোমবার বেলা ১১টার দিকে তাকে ছেড়ে দেয়। শাহীন মতিঝিলে একটি বিমা কোম্পানিতে চাকরি করেন।






এ ব্যাপারে অপহরণের শিকার শাহীন খাঁন ঢাকাটাইমসকে জানান, তিনি দক্ষিণ কমলাপুরের একটি মেসে থাকেন। রবিবার সন্ধ্যায় ইফতারের পর পর খিলগাঁও তার বোনের বাসায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। কমলাপুর শাহপরাণ আবাসিক হোটেলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেছন দিকে একটি কালো রঙের হাই এইস মডেলের মাইক্রোবাস এসে তার সামনে দাঁড়ায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে দুজন লোক নেমে মুহূর্তের মধ্যেই তাকে মাইক্রোবাসে ওঠিয়ে চোখ-মুখ বেঁধে ফেলে।






শাহীন খাঁন আরও জানান, চোখ বাঁধা অবস্থায় সারা রাত একটি কক্ষে আটকে রাখা হয় তাকে। অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়ার শর্তে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এত টাকা তার পক্ষে দেয়া সম্ভব না বলে জানালে অপহরণকারীরা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। অপহরণকারী চার থেকে পাঁচজন ছিল বলে দাবি করেন তিনি। তাদের একজনের নাম সামাদ। শাহীনকে তার গ্রামের বাড়িতে ফোন করে মুক্তিপণের টাকা পাঠানোর জন্য বলে অপহরণকারীরা। পরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার গ্রামের বাড়ি থেকে শাহীনের মা সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অপহরণকারীদের দেয়া দুটি বিকাশ নম্বরে ৯০ হাজার টাকা পরিশোধ করেন। সোমবার বেলা ১১টার দিকে অপহরণকারী গ্রুপের দুইজন তাকে সিএনজি অটোরিকশা দিয়ে ফার্মগেট নামিয়ে দেয় বলে জানান তিনি।






এ ব্যাপারে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, ভিকটিম থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন। এ ব্যাপারে তিনি মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  






(ঢাকাটাইমস/২০জুন/এসআই/জেবি)