logo ২০ এপ্রিল ২০২৫
বাসায় ঢুকে কলেজ শিক্ষককে হত্যাচেষ্টা
মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৬ ১৮:৪৭:১৬
image




মাদারীপুর: মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ওই শিক্ষককে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।



স্থানীয়রা জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রিপন চক্রবর্তীকে দুর্বৃত্তরা কুপিয়ে আাহত করে। এসময় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলে। পরে তাকে মাদারীপুর সদর থানায় সোপর্দ করা হয়।



আহত ওই শিক্ষককে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম গোলাম ফাইজুল্লাহ। তার বাবার নাম গোলাম ফারুক। বাড়ি চাপাইনবাবগঞ্জের দীঘিয়াপাড় গ্রামে।



প্রত্যক্ষদর্শী সোবহান মুন্সী ঢাকাটাইমসকে জানান, শিক্ষক রিপন চক্রবর্তী কলেজগেটে তার বাড়িতে ভাড়া থাকতেন। দুপুরে কলেজ থেকে ফিরে তিনি রুমে অবস্থান করছিলেন। বিকাল সাড়ে ৪টার পর তিন যুবক দরজায় নক করে। এ সময় শিক্ষক রিপন দরজা খুললে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে কলেজগেট এলাকার লোকজন এক যুবককে আটক করে।



নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল ঢাকাটাইমসকে বলেন, প্রাথমিকভাবে আক্রমণের ধরন দেখে জঙ্গি হামলার মত মনে হয়েছে। শিক্ষক রিপন চক্রবর্তীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বিলুগ্রামে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



(ঢাকাটাইমস/১৫জুন/প্রতিনিধি/জেডএ)