logo ২০ এপ্রিল ২০২৫
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই
শওকত আলী, ঢাকাটাইমস
১০ জুন, ২০১৬ ১২:৩৯:০২
image




চাঁদপুর : চাঁদপুর পুরানবাজারে প্রতিবছরের মতো পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে সেমাই তৈরি ও গুদামজাত করা হচ্ছে। রমজানের মাঝামাঝি ও ঈদ নিকটবর্তী সময়ে জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করায় এ বছর রমজানের শুরুতেই কৌশল করে আগেভাগেই সেমাই তৈরি করে অন্যত্র গুদামজাত করছে।



জানা গেছে, পুরানবাজারের নিতাইগঞ্জ রোডের মীম বেকারিতে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে গরুর ঘরের পাশে সেমাই তৈরি করতে দেখা গেছে। এছাড়া গ্লাপ্স ও ইউনিফরমবিহীন ঘার্মাত শরীরে দিনরাত সমান তালে তৈরি হচ্ছে ভেজাল সেমাই।



এছাড়া পুরানবাজারের রয়েজ রোডের কমিউনিটি সেন্টারের সামনে মুনছুরের সেমাই কারখানা, নিতাইগঞ্জ রোডের আলম বেকারি, মেরকাটিজ রোডের জাহাঙ্গীর খানের সেমাই কারখানা ও রনাঘোয়াল এলাকার বিল্লাল খানের সেমাই কারখানায় পুরোদমে সেমাই তৈরির কাজ শুরু হয়েছে। বিগত দিনে এসব সেমাই কারখানার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রে জরিমানা করলেও বন্ধ হয়নি নোংরা পরিবেশে সেমাই তৈরি কাজ।



সরেজমিনে দেখা গেছে, পুরানবাজারের নিতাইগঞ্জ রোডের মীম বেকারির মালিক ইউছুফ ও নূরেআলম তাদের শ্রমিকদের দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দেদারছে সেমাই তৈরি করছে। তৈরি সেমাই প্রশাসনের চোখকে ফাঁকি দিতে ফ্যাক্টরি থেকে দূরে সাধনা ঔষাধালয়ের পেছনে একটি গুদামে মজুদ করছে।



(ঢাকাটাইমস/১০ জুন/প্রতিনিধি/এলএ)