অজ্ঞান পার্টির ১০টি চক্র সক্রিয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৬ ১৬:৫৫:৫৫

ঢাকা: রোজা ও ঈদকে কেন্দ্র করে রাজধানীতে কমপক্ষে ১০টি অজ্ঞান ও মলম পার্টির চক্র সক্রিয় রয়েছে। তাদের সংখ্যা অন্তত ১০০ জন। এমনই তথ্য দিলেন ঢাকা মহানগর গোয়েন্দা ও তথ্য অপরাধ বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার দিদার আহমেদ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অজ্ঞান, মলম পার্টি এবং ছিনতাই চক্রের আট সদস্যকে গ্রেপ্তারের ব্যাপারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মেহেদি হাসান, মো. মনির হোসেন, মো. কামাল হোসেন, মো. আবুল হোসেন, কামাল হোসেন, মো. বাদশা, মো. জহির এবং মো. আফজাল হোসেন।
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এবং ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল ১৯টি চেতনানাশক ওষুধ, তিনটি নক্সি ও চারটি ব্লেড উদ্ধার করা হয়।
প্রাথমিক জ্ঞিাসাবাদের ভিত্তিতে অতিরিক্ত কমিশনার বলেন, তারা দীর্ঘদিন ধরে চলতি বাসে হকার সেজে ভ্রমণরত যাত্রীদেরকে কৌশলে অজ্ঞান করিয়ে ছিনতাই করে আসছিল। রাজধানীতে এমন অন্তত ১০টি চক্র সক্রিয় রয়েছে।
তিনি বলেন, তারা ওষুধ পানির সঙ্গে মিশিয়ে নিজেদের কাছে ছোট কৌটার ভেতরে রেখে কৌশলে চা-কফি বা অন্যান্য পানীয় খাবারের সঙ্গে ব্যবহার করে যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে যায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিদার আহমেদ বলেন, তাদের অধিকাংশই জেলহাজত থেকে জামিনে অল্প সময়ের মধ্যে বেরিয়ে এসে আবারও এই কাজে লিপ্ত হয়। তবে যারা এই কাজে পুনরায় লিপ্ত হয় তাদেরকে আমরা মনিটরিংয়ে রাখি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন, উপ-কমিশনার উত্তর শেখ নাজমুল আলম, উপ-কমিশনার পশ্চিম মো. সাজ্জাদুর রহমান ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী।
(ঢাকাটাইমস/৩১মে/এএ/জেবি)