ব্যাংকে গ্রাহকের মাথায় গুলি, ১০ লাখ টাকা ছিনতাই
ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ মে, ২০১৬ ১১:২০:৩৩

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে পূবালী ব্যাংকের ভেতরে টাকা জমা দিয়ে যাওয়ার সময় গ্রাহককে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত দল।ওই গ্রাহকের নাম হাসানুল ফারুক। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফারুককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি শহরের হামদহ এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং রেজাউল করিম ফিলিং স্টেশনের ম্যানেজার।
পূবালী ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামান জানান, সকাল দশটার দিকে হাসান ফারুক নগদ দশ লাখ আট হাজার টাকা ও চার লাখ পঞ্চাশ টাকা জমা দেয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ওত পেতে থাকা ডাকাত দল তাকে টার্গেট করে গুলি চালায় এবং পরে গুলি খেয়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়ে এবং পরে ডাকাত দল টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদুর রহমান জানান, ফারুকের মাথায় গুলি লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।দুর্বৃত্তদের ধরতে চারিদিকে অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেনসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
ব্যাংকের ব্যবস্থাপক হাসানুজ্জামান ঢাকাটাইমসকে, প্রতিদিনের মতো আজও টাকা জমা দিতে ব্যাংকে আসেন ফারুক। দোতলায় ব্যাংকে ঢোকার পথে সিঁড়িতে তাঁকে গুলি করে টাকা ও চেক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় গুলির শব্দে ব্যাংকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মকর্তা-কর্মচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
আহত হাসানুল ফারুক জানান, ব্যাংকের প্রথম তলার সিঁড়িতে ওঠামাত্রই পাঁচ-ছয় দুর্বৃত্ত তাঁর টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দেন। তখন তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দুর্বৃত্তরা। এর পর তিনি চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা আরো দুটি ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের এসপি আলতাফ হোসেন বলেন, চাঞ্চল্যকর এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আটক ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, ব্যাংকের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
(ঢাকাটাইমস/২৯ মে/প্রতিনিধি/এলএ/এআর/ ঘ.)