স্ত্রীর সঙ্গে পরকীয়া, যুবককে পিটিয়ে হত্যা
যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৩ মে, ২০১৬ ১২:০৬:২৮
যশোর: যশোরের কেশবপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া করার দায়ে সনু গাজী (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী বিল্লাল হোসেন।
উপজেলার কুশলদিয়া গ্রামে রোববার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সনু গাজী কুসুন্দি গ্রামের গোপাল গাজীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সনু গাজীর সাথে একই এলাকার এক গৃহবধূর পরকীয়া ছিল। সম্প্রতি বিষয়টি ওই গৃহবধূর স্বামী বিল্লাল হোসেন জানতে পারে। এর জের ধরে রবিবার রাতে সনু গাজীকে ডেকে নিয়ে বিল্লাল হোসেন লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সনু গাজীর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি মারা যান। এ ঘটনায় হামলাকারী বিল্লাল পলাতক রয়েছেন। তাকে আটকে অভিযান চালানো হচ্ছে।
(ঢাকাটাইমস/২৩ মে/এলএ)