logo ২০ এপ্রিল ২০২৫
টিভি উপস্থাপিকা নিপা ‘অপহৃত’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ মে, ২০১৬ ১১:০০:৫৬
image



ঢাকা: রাজধানীর গুলশান থেকে মাছরাঙা টেলিভিশনের উপস্থাপিকা সাবিনা নিপা অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।






নিপার সহকর্মীরা জানান, বেশ কিছুদিন ধরে নিপাকে ফোনে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ বিষয়ে গুলশান থানায় জিডি করতে যান নিপা। পরে ফেরার পথে অপহৃত হন।






তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, সাবিনা নিপা নামে এক সংবাদ উপস্থাপিকা অপহৃত হয়েছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






(ঢাকাটাইমস/১৮মে/জেবি)