টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে এক কিশোরীকে (১৬) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার ৯ জনকে আটক করে র্যাব-১২। পরে সন্ধ্যায় বাসাইল থানায় তাদের সোপর্দ করা হয়। এদিকে ধর্ষিতার মা রোকেয়া বেগম বাদী হয়ে শুক্রবার বাসাইল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুরের এক কিশোরীর সঙ্গে মোবাইলে রং নাম্বাররের মাধ্যমে বাসাইল উপজেলার পিচুড়ী গ্রামের আব্দুল করিমের ছেলে আলী আকবরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে আলী আকবর বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৪ এপ্রিল মেয়েটিকে সাভারের একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। পরের দিন আলী আকবরের বন্ধু একই এলাকার আব্দুল জলিলের ছেলে ফুলচান মেয়েটিকে আলী আকবরের সঙ্গে বিয়ে দেয়ার কথা বলে বাসাইলের কাশিল বটতলা এলাকায় একটি বাসায় নিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে এক পর্যায়ে মেয়েটি পালিয়ে গিয়ে টাঙ্গাইল র্যাব-১২ তে অভিযোগ করলে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করে র্যাব।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯জনকে আটক করে আজ শুক্রবার (৬ মে) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার মূলহোতা আলী আকবরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া, মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/০৬/মে/প্রতিনিধি/ইএস)