মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা
মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৬ ০৯:৪২:১৩

মাদারীপুর: জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার ভোরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জনকে আটক করছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে সাহেবরামপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের সমর্থকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার সমর্থক আবুল কালাম শিকদারকে (৪৫) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আবুল কালামের চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে এলে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আবুল কালাম আন্ডারচর এলাকার সলেমান শিকদারের ছেলে। তিনি দীর্ঘ দিন আন্ডারচর এলাকার মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার কর্মী-সমর্থক ছিলেন। এই কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এই ঘটনায় প্রাথমিকভাবে পাঁচজনকে আটক করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/৪মে/প্রতিনিধি/এলএ)