ছয় চাকরি-প্রতারক আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৬ ১৬:২৬:৫০
ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাকরি-প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তাদের আটক করা হয়।
র্যাব-১-এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।
লে. কর্নেল তুহিন জানান, আটক ব্যক্তিরা পুলিশ, র্যাব, সেনা ও বিজিবির চাকরিচ্যুত কর্মকর্তা। তারা চাকরি দেয়ার নাম করে ১৩ জনের কাছ থেকে ৩৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া তারা নানা প্রতারণার সঙ্গে জড়িত।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/মোআ)