সৎ বাবার নৃশংসতার শিকার দুই শিশু
কলাপাড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ এপ্রিল, ২০১৬ ১৯:০২:১০

কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামে নৌকার বৈঠা দিয়ে পিটিয়ে দুই শিশুর হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে মায়ের দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে। আহত ওই দুই শিশু হলো- বেল্লাল (১০) ও তার ভাই হৃদয় (৭)। তাদের দুজনেরই একটি করে হাত ভাঙা হয়েছে। মায়ের দ্বিতীয় স্বামী ইব্রাহিম তালুকদার। দাদা মো. হোসেন খান ১০ দিন পর খবর পেয়ে সোমবার সকালে শিশুদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নির্যাতনকারী মায়ের দ্বিতীয় স্বামী ইব্রাহিম তালুকদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন দাদা।
দাদা মো. হোসেন খান ঢাকাটাইমসকে জানান, এরা আমার ছেলের ঘরে নাতি। তিন বছর আগে ঢাকায় থাকাকালীন সময়ে ওদের মা সাবিনা ও বাবা কামাল খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। কিছুদিন পর সাবিনা বাড়ি ফিরে এসে ইব্রাহিমকে বিয়ে করে। নতুন সংসারে মায়ের সঙ্গে ওরা দুই ভাই থাকত। এরপর তাদের লেখাপড়া বন্ধ করে ইব্রাহিম মাছ ধরার জন্য শিশু দুটিকে সাগড় মোহনায় নিয়ে যেত। ইব্রাহিমের একটি শালিসে ওদের মামারা উপস্থিত না থাকায় গত ১৫ এপ্রিল ক্ষিপ্ত হয়ে শিশু দুইটিকে বেধরক মারধর করে। নৌকা থাকা বৈঠা দিয়ে পিটিয়ে বেল্লালের বাম হাত ও হৃদয়ের ডান হাত ভেঙে দেয়।
আহত শিশু বেল্লাল জানায়, তাদের দ্বিতীয় বাবা নৌকায় বসে দুজনকে বৈঠা দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়।
বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, আহত শিশুদের নিয়ে আমার কাছে এসেছিল স্বজনরা। চিকিৎসার জন্য শিশুদের হাসপাতালে পাঠিয়েছি।
কলাপাড়া থানার এস আই মো. নুরুল ইসলাম বাদল জানান, আহত দুই শিশুকে নিয়ে এসে তাদের দাদা থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)