ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ ভরি সোনা লুট
সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৬ ১১:১২:৫০

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীসহ দুজনকে ছুরিকাঘাত করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিন লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা। আহত দু’জনকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে আশুলিয়া ইউনিয়নের দোসাইদ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল রাতে দোসাইদ বাজারে নিজ সোনার দোকানে কাজ শেষে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রির তিন লাখ টাকা নিয়ে বাসায় রওয়া দেন স্বর্ণ ব্যবসায়ী রিপন শেখ (৩৯) ও তার সাথে থাকা সাংগু গার্মেন্টের সুপারভাইজার চৈতন্য (৩৫)। পরে তারা দোসাইদ স্কুল অ্যান্ড কলেজের পিছনে পৌঁছলে ৮/১০ সদস্যের ছিনতাইকারী তাদের আটকে রাস্তায় ককটেল ফাটিয়ে ছুরিকাঘাত করে। পরে স্বর্ণ ব্যবসায়ী রিপন শেখের সাথে থাকা ১৫ ভরি সোনা ও তিন লাখ টাকা লুটের পর পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে প্রাইভেটকার যোগে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সোনা লুটের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দুবৃর্ত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এলএ)