লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ যুবলীগ নেতার
লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৭ এপ্রিল, ২০১৬ ১১:২০:৪২

লক্ষ্মীপুর: জেলার সদর উপজেলায় যুবলীগ নেতা জামাল উদ্দিন তার বাসায় এক ৯ম শ্রেণীর ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় ওই স্কুল ছাত্রীকে পুলিশ উদ্ধার করে পুলিশ। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলার চরশাহী ইউনিয়নের দাসেরহাট এলাকায় শনিবার এ ঘটনা ঘটে।
জামাল উদ্দিন চরশাহী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ও দাসেরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় ওই স্কুল ছাত্রীকে কৌশলে দাসেরহাট বাজারে ভাড়া বাসায় ডেকে নেয় জামাল উদ্দিন। মুখ বেঁধে তাকে ধর্ষণ করে জামাল উদ্দিন। পরে রক্তাক্ত অবস্থায় ওই স্কুলছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায় সে। ওই স্কুলছাত্রীর চিৎকারে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় রাত সাড়ে ১০টায় উদ্ধার করে দাসেরহাট তদন্তকেন্দ্রের পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই ছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেলে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে দাসেরহাট মাছ বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। স্ত্রী বাসায় না থাকার সুবাদে ওই স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে বাসায় এ ধর্ষণের ঘটনায় ঘটায় সে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, ধর্ষণের শিকার হয়ে আহত অবস্থায় স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারিরীক ও মানসিকভাবে ভেঙে পড়েছে ওই স্কুলছাত্রী। রোববার সকালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা পর রিপোর্ট দেয়া হবে।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)