logo ২১ এপ্রিল ২০২৫
মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ এপ্রিল, ২০১৬ ০৯:২০:৫১
image



দিনাজপুর: ত্রিশ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে চার বছরের শিশু আবতাহিকে হত্যা করেছে অপহরণকারীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাশের বাড়ির ছাদ থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।






এ ঘটনায় ওই বাড়ির আমজাদ আলী (৫০) ও তার ছেলে সামিউলকে (২০) আটক করা হয়। আবতাহি হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে রাতভর বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।দিনাজপুরের হাকিমপুরের হিলিতে এসব ঘটনা ঘটে।






জানা গেছে, হাকিমপুর মুহাড়াপাড়ার বাড়ির বারান্দায় খেলা করার সময় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ হয় চার বছরের শিশু আবতাহি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন শিশুর বাবা অধ্যক্ষ মামুনুর রশিদ আজাদ। মঙ্গলবার সকালে নিখোঁজ শিশুটির অভিভাবকের কাছে মুঠো ফোনে ম্যাসেজের মাধ্যমে  ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি শিশুটির বাবা হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ থানায় জানান। পুলিশ ওই মুঠোফোনের নম্বর ট্রেক করে অপহরণকারীদের স্থান চিহ্নিত করে। পরে মুহাড়াপাড়ার পাশের বাড়ির আমজাদ আলীর বাড়ির ছাদ থেকে শিশু আবতাহির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। মামুনুর রশিদ আজাদের একমাত্র সন্তান সে।






হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরানুল কবির জানান, শিশুটি আমরা জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলেও লাশ উদ্ধার করেছি। অপহরণের পর ৩০  লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করেছে পাশের বাড়ি’র লোকজন।






(ঢাকাটাইমস/১৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)