কনডমে কোটি টাকার সোনা!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৬ ১২:০৬:১৫
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের একটি শৌচাগারে কমোডের মধ্যে রাখা কনডম ভেতর থেকে এসব উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সোনার চালান আসার খবর পাওয়া যায়। তল্লাশির চালানোর এক পর্যায়ে কাস্টম হলে এক নম্বর বেল্টের পাশে একটি শৌচাগারের কমোডের মধ্যে কনডমের ভেতরে সোনার বারগুলো পাওয়া যায়।
স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা তিনটি কনডমের ভেতর ২০টি সোনার ছিল। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য এক কোটি টাকা হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৭এপ্রিল/বিইউ/এমআর)