logo ২১ এপ্রিল ২০২৫
ভাতিজার কুড়ালের কোপে চাচা নিহত
সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৬ ১২:১৯:৫৬
image



সাতক্ষীরা: সাতক্ষীরার কলোরোয়া উপজেলায় আওয়ামী লীগ কর্মীর কুড়ালের আঘাতে বিএনপি কর্মী মোসলেম উদ্দিন নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।






বৃহস্পতিবার রাতে উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।






স্থানীয়রা জানান, নিহত মোসলেম আলি সদ্য শেষ হওয়া দেয়াড়া ইউপি নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম হোসেনের পক্ষে প্রচার কাজ চালান। এদিকে তার ভাতিজা গোলাম সারওয়ার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুবুর রহমান মোফার পক্ষে কাজ করেন। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে দ্বন্দ্ব চলছিল।






বৃহস্পতিবার বিকালে বাড়িতে গাছের পাতা পোড়ানো নিয়ে দুই পরিবারের নারীদের ঝগড়া হয়। রাতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ফিরে এলে ফের বিরোধ শুরু হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাতিজা গোলাম সারওয়ার তার চাচা মোসলেম আলিকে কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আরও ছয়জন আহত হন।






আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মোসলেম আলী মারা যায়।






কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, ঘটনার পর থেকে গোলাম সারওয়ারসহ অন্যরা পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় নেয়া হচ্ছে।






(ঢাকাটাইমস/১এপ্রিল/এমআর)