logo ২১ এপ্রিল ২০২৫
গুলিস্তানে অজ্ঞানপার্টির খপ্পড়ে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মার্চ, ২০১৬ ২২:০৬:৫৮
image




ঢাকা: রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে এক বৃদ্ধেও (৬২) মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।



বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



আমাদের মেডিকেল প্রতিবেদক জানান, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার সময় গুলিস্তানের ফুলবাড়িয়ার সেক্রেটারিয়েট রোডের ওপরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই বৃদ্ধ। পরে তাকে সেলিম নামের এক যুবক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। তার পরনে নীল শার্ট, কালো প্যান্ট ও কোমরে মোটা বেল্ট।



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক মামুনুর রশিদ বলেন, বিষক্রিয়ায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



(ঢাকাটাইমস/২৪মার্চ/এএ/মোআ)