রাজধানীতে ১৭ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২১ মার্চ, ২০১৬ ২১:৫৮:১৩

ঢাকা: রাজধানীর শাহবাগ ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে চারটি অনুমোদনহীন ওষুধ কারখানায় অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার ওষুধ জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা-সংশ্লিষ্ট ১৪ জনকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।
অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- গৌতম কৃষ্ণ ঘোষ, মো. আতিকুর রহমান, মিতু বসাক, বিকাশ কান্তি বান্দা, মো. আবদুল মান্নান, মো. আরাফাত হোসেন, মো. মতিন রহমান, সুশান্ত কুমার চৌধুরী, মো. কামরুল ইসলাম, মো. বাবুল, মো. কায়সার আলম, মো. আবদুল জলিল, মো. আবদুল হান্নান ও মো. সাদ্দাম হোসেন।
র্যাব সূত্র জানায়, রাজধানীর হাতিরপুল ও পল্টন এলাকায় হেইল অ্যান্ড হার্টি মেডিকেল লিমিটেডসহ চারটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে দেখা যায়, ওই কারখানাগুলোতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অননুমোদিত আট ধরনের ওষুধ আমদানি ও বিক্রয়ের জন্য মজুদ রাখা, যা চীন ও ভারত থেকে আমদানিকৃত।
এ ছাড়া সার্জিক্যাল সামগ্রী যা মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও মেয়াদ বৃদ্ধির লেবেল যোগ করে বিপণন, ওষুধের লেবেল পরিবর্তন করে প্রতিষ্ঠিত নামী-দামি কোম্পানির লেবেল ব্যবহার করে বিপণন করছে এসব কারখানা।
এসব অপরাধে ১৪ জনকে আটকসহ প্রায় ১৭ লাখ টাকার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের ১৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে আরও অংশ নেন র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো ইয়াছির আরাফাত, ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি সৈকত কুমার কর, নাঈম গোলজার এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. সেকেন্দার মাহমুদ।
(ঢাকাটাইমস/২১মার্চ/এএ/মোআ)